ম্যানচেস্টারে হামলার জের কাটতে না কাটেতই আবারো রক্তাক্ত হলো লন্ডন। এবার হামলা লন্ডন ব্রিজ আর পাশের বরো মার্কেটে। স্থানীয় সময় শনিবার রাত ১০ টার দিকে, লন্ডন ব্রিজে পথচারীদের উপর ভ্যান উঠিয়ে দেয়, এক হামলাকারী। ভ্যানটি সেন্ট্রাল লন্ডন থেকে টেমস নদীর দক্ষিণে যাচ্ছিল।
এ ঘটনার কিছু পরেই খবর আসে, বার আর রেস্তোরায় ভরপুর বরো মার্কেটে হামলার। মুহুর্তেই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে তার আগেই হতাহত হয় অনেকে। পরে গুলি চালায় পুলিশ।
এর আগে ভক্সওয়েলেও একটি ছুরি হামলার খবর পাওয়া যায়। তবে এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানায় পুলিশ। লন্ডন ব্রিজের আশপাশের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। রাস্তায় মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্রবহনকারী পুলিশ। বন্ধ রয়েছে লন্ডন ব্রিজের কাছের তিনটি মেট্রো স্টেশন।
হামলার নিন্দা জানিয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, এটি বর্বর ও কাপুরুষোচিত কর্মকাণ্ড। একে সন্ত্রাসী হামলা বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী। রোববার সকালে কোবরার সাথে জরুরী বৈঠকের কথা রয়েছে তার।
এদিকে হামলার নিন্দা জানিয়ে যেকোন ধরণের সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও।
ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত লন্ডন
ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত লন্ডন। কার্ভাড ভ্যান ও ছুরি হামলায় প্রাণ গেছে, অন্তত ৬ জনের। আহত হয়েছেন আরো ৪৮ জন। তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে, সন্দেহভাজন তিন হামলাকারী। যুক্তরাজ্যে ৮ জুনের আগাম নির্বাচনে প্রচার-প্রচারণা স্থগিত করেছেন, প্রার্থীরা। লন্ডনের মেয়রের দাবি, নির্বাচন বানচাল করতেই এ হামলা।